হোম

জামি'আ আরাবিয়া মদীনাতুল উলূম মাদরাসায় আপনাকে স্বাগত

আলহামদুলিল্লাহ, আল্লাহ তা’আলার অগণিত নিয়ামতের শুকরিয়া। যাঁর রহমত না হলে এ অধম গোলামের দ্বারা বাংলা ভাষায় রচিত জামি‘আ আরাবিয়া মদীনাতুল উলূম কমপ্লেক্স (ইয়াতীমখানা ও লিল্লাহ বোর্ডিং) এর “পরিচিতি” বইটি লেখা সম্ভব ছিল না। তাই এ অধম নালায়েকের চিন্তা-ফিকির, জবান ও কলম তাঁরই সিজদায় অবনত।

বলাবাহুল্য যে, আল্লাহ তা’আলার অশেষ মেহেরবানীতে বিগত ৬ই শাওয়াল ১৪১৬ হিজরী মোতাবেক ২৬ ফেব্রুয়ারি ১৯৯৬ খ্রি. এই জামি‘আ (কওমী মাদরাসা) এর একটি পরিপূর্ণ “গঠনতন্ত্র” সম্পাদনা করেছিলাম আলহামদুলিল্লাহ।

বিশেষভাবে জ্ঞান অর্জনের উপকারিতা বর্ণনার মাধ্যমে জাগতিক শিক্ষা প্রতিষ্ঠান, ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান, দ্বীনী ইলম শিক্ষা, কওমী মাদরাসা কী, কওমী মাদরাসার শিক্ষার উৎস, শিক্ষার মৌলিক উদ্দেশ্য, শিক্ষার বৈশিষ্ট্য, শিক্ষার প্রয়োজনীয়তা, কওমী মাদরাসার অবদান ও কওমী মাদরাসার বিরুদ্ধে ষড়যন্ত্র ইত্যাদির নিরীখে একটি জামি‘আর পূর্ণাঙ্গ আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য, পরিচালনা ও ব্যবস্থাপনা, শিক্ষা পাঠ্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা, আয়-ব্যয় ও অডিট ইত্যাদি সংক্ষিপ্ত ও সঠিকভাবে একমাত্র আল্লাহ তা’আলার সন্তুষ্টি ও দাওয়াতের নিয়তে উপস্থাপনের জন্য যথাসাধ্য চেষ্টা করেছি।

আমার দৃঢ় বিশ্বাস, এই জামি‘আর গঠনতন্ত্র ও পরিচিতি বই দুইটির পাঠকবৃন্দ কওমী মাদরাসা সম্পর্কে বিভ্রান্তির বেড়াজাল থেকে মুক্ত হয়ে সত্য, সঠিক ও স্বচ্ছ ধারণার অধিকারী হবেন এবং প্রত্যেক মুসলমানের ইহকাল ও পরকালের জন্য সদকায়ে জারিয়ার নেকী হাসিল করার উত্তম স্থান হিসেবে সাহায্য-সহযোগিতার প্রতি প্রবল আগ্রহী হবেন ইনশা-আল্লাহ্। তাছাড়া বইটি কওমী মাদরাসা প্রতিষ্ঠা ও সঠিক দিক-নির্দেশনায় পরিচালনা-ব্যবস্থাপনার সহায়ক হবে এবং অত্র জামি’আকে মডেল হিসেবে গ্রহণ করে উপকৃত হতে পারবে। তাছাড়া আল্লাহ তা’আলার রহমত, করুণা ও কুদরত দ্বারা মাদরাসাগুলো যেভাবে চলছে তা অনুধাবন করা যাবে।

এই বইটির আরবী অনুবাদক হযরত আল্লামা মুজিবুল্লাহ ইসহাকী এবং ইংরেজি অনুবাদক এসোসিয়েট প্রফেসর, এম. জাহাঙ্গীর হোসেন, সার্বিকভাবে সহযোগিতায় ছিলেন জামি’আর শিক্ষকবৃন্দ। উক্ত কাজের সাথে সংশ্লিষ্ট সকলকে আল্লাহ তা’আলা জাযায়ে খায়ের দান করুন এবং কবূল করুন।

এ বইটি সম্পাদনায় অনিচ্ছা সত্ত্বেও রয়ে যাওয়া ভুল-ত্রুটির জন্য আমি ক্ষমাপ্রার্থী। সংশোধন ও পরিপূর্ণতার জন্য মতামত পাঠালে চিরকৃতজ্ঞ থাকব। পরিশেষে আল্লাহ্ তা’আলা আমিসহ এর সাথে সংশ্লিষ্ট সবার এ মেহনতকে কবুল করুন এবং আমার পরম শ্রদ্ধেয় মরহুম আব্বা-আম্মাসহ সকল মুসলমানের নাজাতের উসীলা বানিয়ে দিন, আমীন 1

৪ সফর ১৪৩৬ হিজরী মোতাবেক ২৮ নভেম্বর ২০১৪ খ্রিস্টাব্দ দু’আ প্ৰাৰ্থী মুহাম্মদ আজিজুল হক প্রতিষ্ঠাতা ও মুতাওয়াল্লী জামি‘আ আরাবিয়া মদিনাতুল উলূম ওয়াক্ফ এস্টেট

এক নজরে আমাদের প্রতিষ্ঠানসমূহ

আলহাজ্ব মুহাম্মদ আজিজুল হক
আলহাজ্ব মুহাম্মদ আজিজুল হক
প্রতিষ্ঠাতা ও মুতাওয়াল্লী
জামি‘আ আরাবিয়া মদীনাতুল উলূম ওয়াক্ফ এস্টেট
গ্রাম: খাড়াকান্দী, ডাকঘর: খাড়াকান্দী মাদ্রাসা, থানা: কেরাণীগঞ্জ মডেল, জেলা: ঢাকা

ফরম ডাউনলোড

যেভাবে দান করবেন