জামি'আ আদর্শ লক্ষ্য ও উদ্দেশ্য
আদর্শ:
জামি’আ আরাবিয়া মদীনাতুল উল্ম ইয়াতীমখানা ও লিল্লাহ্ বোর্ডিং এবং জামি’আ আরাবিয়া নিজামিয়া
ইয়াতীমখানা বিশ্ববিখ্যাত মাদারে ইল্মে নববী দারুল উলুম দেওবন্দের মাসলাক তথা মত ও পথের অনুসারী
আহলে সুন্নাত ওয়াল জামা’আতের আদর্শভিত্তিক একটি বেসরকারী খালিস দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান । এ প্রতিষ্ঠানটি
কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসের অধিভূক্ত
লক্ষ্য ও উদ্দেশ্য :
(১) ইল্মে স্বীনের হিফাষত, প্রচার-প্রসার ও সুন্নাতে নববীর যথাযথ বাস্তবায়নকে সামনে রেখে এতিহ্যবাহী
বিদ্যাপীঠ দারুল উলৃম দেওবন্দের অনুকরণে প্রতিষ্ঠানটিতে বর্তমানে মকতব, হিফয ও কিতাব বিভাগে
দাওরায়ে হাদীছ (মাস্টার্স) পর্যন্ত আছে। পরবর্তীতে তাফসীর, ইফতা ও বিভিন্ন বিষয়ে শিক্ষা ও গবেষণার
ব্যবস্থাসহ সর্বোচ্চ ইসলামী বিশ্ববিদ্যালয়ে পরিণত করা ।
(২) আহুলে সুন্নাত ওয়াল জামা’আতের আকীদা বাস্তবায়ন, প্রচার ও প্রসার করা ।
(৩) জামে মসজিদে মুসলমানদের জন্য পাঞ্জেগানা নামায, জুম’আ, ঈদের নামাজ, ইতেকাফ, তিলাওয়াতে
কালামে পাক, যিকির, ওয়াজ নসীহত শ্রবণ, দ্বীনী তা’লীম গ্রহণ ইত্যাদি ইবাদত-বন্দেগী আদায়ের ব্যবস্থা ।
(৪) মুসলমানদের দানকৃত যাবতীয় সম্পদ পবিত্র আমানত হিসেবে হেফাযত করা ও এর সুষট ব্যবহার করা ।
(৫) মুসলিম শিশু-কিশোরদের জীবনকে মহা আমানত মনে করে তাদের জীবন গঠনের জন্য সবধরনের ব্যবস্থা
গ্রহণ করা, তা’লীমের পাশাপাশি তারবিয়াতের ব্যবস্থা করা ॥
(৬) মূল আরবী কিতাবের মাধ্যমে দ্বীনি শিক্ষা দেয়ার ব্যবস্থা করা এবং প্রাথমিক শ্রেণীসমূহে বাংলা, অংক,
ইংরেজি ও ভূগোল, ইতিহাস ইত্যাদি শিক্ষা দেওয়ার মাধ্যমে যুগোপযোগী আদর্শ শিক্ষার ব্যবস্থা করা ।
(৭) স্বীনী-ইসলামের প্রচার-প্রসার ও হেফাযতের জন্য যোগ্য উত্তাদ, হাফেয, কারী, মুবাল্লিগ ও দ্বীনের খাদেম
তৈরী করা এবং তাদেরকে যথোপযুক্ত প্রশিক্ষণ দিয়ে জাতীয় খেদমতের উপযোগী করে গড়ে তোলা ৷
(৮) শিক্ষার্থীদের কর্মজীবনে নির্ভর ও স্াবলহীরূপে গড়ে তোলার মানসে মেধা ও প্রতিভা অনুযায়ী বৃত্তিমূলক
কারিগরী ও ্রুিবদ্যা শিক্ষাদানের ব্যবস্থা করা ।
(৯) মুসলিম মিল্লাতের ঈমান-আকীদা এবং স্বী–ইসলামের পরিপন্থী নান্িক্যবাদ পাশ্চাত্য সভ্যতার বিরুদ্ধে
সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখা । আমর বিল মারুফ ও নাহী আনিল মুনকারের মাধ্যমে সমাজ থেকে শিরক,
বিদ’আত ও সবধরনের কুসংস্কার সমূলে উৎপাটিত করা ।
(১০) সর্বোপরি সবকাজে মহান আল্লাহ তা’আলা ও তার প্রিয় হাবীব (স:)-এর সন্তুষ্টি প্রাধান্য দেওয়া ।
প্রতিষ্ঠাতা ও মুতাওয়াল্লী
জামি‘আ আরাবিয়া মদীনাতুল উলূম ওয়াক্ফ এস্টেট
গ্রাম: খাড়াকান্দী, ডাকঘর: খাড়াকান্দী মাদ্রাসা, থানা: কেরাণীগঞ্জ মডেল, জেলা: ঢাকা
ফরম ডাউনলোড
- ভর্তি নির্দেশিকা ২০২৪ ঈসায়ী
- ভর্তি ফরম আতফাল থেকে তাসে
- ভর্তি ফরম আলিম
- ভর্তি ফরম ফাজিল (পাস)
- ভর্তি ফরম ফাজিল (অনার্স)
- ভর্তি ফরম কামিল