জামি'আর আয়ের উৎস
আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা, সর্বশক্তিমান ও পরম দয়ালু। একমাত্র আল্লাহ তা’আলার উপর তাওয়াকুল বা
নির্ভরতা অত্র জামি“আর চলার পথের পাথেয় বা প্রকৃত ফাল্ড। তিনি জামি’আকে পরিচালনা করার জন্য আমাদের
কাজসমূহ সহজ করে দিয়েছেন। মহান আল্লাহর অশেষ কৃপায় প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি তা সুচারুরূপে নির্বাহ
হচ্ছে। জামি’আর তহবিলসমূহ আল্লাহর অশেষ মেহেরবানীতে স্থানীয় এবং আন্তর্জাতিক অর্থনৈতিক সাহায্য ও
সহযোগিতায় পরিচালিত হচ্ছে। তাছাড়া জামি’আর পূর্ব-উত্তর পাশে ওয়াক্ফকৃত ২৮ শতাংশ উঁচু ভিটি ভূমি
এবং ২২ শতাংশ নাল জমি রয়েছে। যাহা চাষাবাদ করে জামি’আর শিক্ষক, কর্মচারী ও ছাত্রদের খাবার তৈরির
জন্য বিষযুক্ত, টাটকা শাক-সবজি, তরি-তরকারী সরবরাহ করা হয়।
জামি’আর আয়-ব্যয়ের হিসাব মাসআলা-মাসায়িল এর সহীহ তরীকায় পরিচালনার জন্য তিনটি বিভাগ বা ফান্ড রয়েছে
জামি'আর ফান্ডসমূহ
১। জামি’আর সাধারণ ফান্ড : দ্বীন দরদী মুসলিম জনগণের বা যে কোন ব্যক্তি! সংস্থা! প্রতিষ্ঠান কর্তৃক স্বেচ্ছা
প্রণোদিত দান-খয়রাত, নিয়মিত মাসিক ও বার্ষিক চাদা, আজীবন সদস্যবৃন্দের চাদা, মৌসুমী ফসল ইত্যাদি
থেকে প্রাপ্ত এবং জামি“আর সকল প্রকার সম্পত্তির যাবতীয় আয় সাধারণ ফান্ডের আয় বলে গণ্য হয়।
২। জামি’আর লিল্লাহ ফান্ড : মুসলিম জনগণের স্বচ্ছাপ্রণোদিত দান, নিয়মিত মাসিক ও বার্ষিক টাদা, যাকাত,
সদকা, ফিতরা, মান্নত, কাফ্ফারা, সওয়াব রেসানী (যিয়াফত) ও কুরবানীর চামড়া বা চামড়া বিক্রির মুল্য
ইত্যাদি থেকে প্রান্ত অর্থ জামিআর লিল্লাহ বোর্ডি এর আয় বলে গণ্য হয় ৷
৩। জামি’আর জামে মসজিদের ফান্ড : দ্বীন দরদী মুসলিম জনগণের দান, নিয়মিত, মাসিক ও বার্ষিক দান,
জুম’আর কালেকশন, সিন্দুক/বাক্সের কালেকশন, জামি’আর দোকানঘর ভাড়া থেকে কালেকশন ইত্যাদি
জামি’আর জামে মসজিদের আয় বলে গণ্য হয় ।
প্রতিষ্ঠাতা ও মুতাওয়াল্লী
জামি‘আ আরাবিয়া মদীনাতুল উলূম ওয়াক্ফ এস্টেট
গ্রাম: খাড়াকান্দী, ডাকঘর: খাড়াকান্দী মাদ্রাসা, থানা: কেরাণীগঞ্জ মডেল, জেলা: ঢাকা
ফরম ডাউনলোড
- ভর্তি নির্দেশিকা ২০২৪ ঈসায়ী
- ভর্তি ফরম আতফাল থেকে তাসে
- ভর্তি ফরম আলিম
- ভর্তি ফরম ফাজিল (পাস)
- ভর্তি ফরম ফাজিল (অনার্স)
- ভর্তি ফরম কামিল